পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন একটি কটেজ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রবিবার (০৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) শাহ আমানত হলের পূর্ব পাশের মোনাফ কটেজ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪০টি রামদা, কিরিচ, বিপুল পরিমানের রড ও বেশকিছু লাঠিসোটা রয়েছে।’