প্রাপ্ত বয়স্কদের রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ড’। যৌন কেলেঙ্কারিতে পড়েছেন লন্ডনের এই শো-এর তারকা সুন্দরী টাইলা কার। তার একটি সেক্স টেপ ফাঁস হয়ে গেছে। এতে তার বয়ফ্রেন্ড বা প্রেমিকের সামনে তাকে অন্য এক সুন্দরীর সঙ্গে সমকামিতায় মত্ত দেখা যায়। এক পর্যায়ে তাতে যোগ দেয় তার বয়ফ্রেন্ড। তারপর যা হবার তাই হয়। এ খবর নিয়ে পুরো লন্ডনে তোলপাড় চলছে। এমনিতেই এ শো’টি হলো প্রাপ্ত বয়স্কদের জন্য। তারকাদের বেশির ভাগই থাকেন টপলেস। কখনো তাদেরকে পুরো উদোম শরীরে দেখা যায়। যুবতী, যুবক সবাই নগ্ন সেখানে। একসঙ্গে উদ্দামতায় মেতে থাকে তারা। এ নিয়ে পশ্চিমা দুনিয়া, বিশেষ করে লন্ডনের ট্যাবলয়েড পত্রিকাগুলোর ওয়েবসাইট রিপোর্টে সয়লাব। তবে তাকে ছাপিয়ে গেছে টাইলা কার-এর রগরগে যৌনলীলার টেপ। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এতে বলা হয়, নয়ন কাড়া একজন সুন্দরীকে দেখা যায় টাইলার সঙ্গে। তারা দু’জন যখন উন্মত্ত তখন তাদের দিকে তাকিয়ে হাসছেন টাইলার বয়ফ্রেন্ড। টাইলার মাথার চুল কালো। এক পর্যায়ে তাকে দেখা যায় ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। নাটকীয়ভাবে সামনে থেকে চুল ঘুরিয়ে পিছনে নিয়ে নেন। এ সময় পরিস্কার বোঝা যায় দু’নারীই পুরো নগ্ন। তখন নেপথ্যে বাজছে ড্যান্স মিউজিক। এরপর তারা আহ্বান জানান বয়ফ্রেন্ডকে। দু’মিনিটের এই ভিডিওটি এ বছরেই ধারণ করা বলে মনে হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |