আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া জেএমবি কমান্ডার সোহেল মাহফুজের । রোববার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ আদেশ দেন। এর আগে পুলিশের কাউন্টার টেররজিম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির আসামীকে আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশের পক্ষে শুনানী করে কৌঁসুলী আব্দুল্লাহ আবু। আসামী পক্ষের কোন আইনজীবী ছিলেন না। আসামীও আদালতে কোন কথা বলেননি। গত ৭ই জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উত্তরাঞ্চলীয় জেএমবি কমান্ডার সোহেল মাহফুজসহ নব্য জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশানের হলি আর্টিজেন রেস্তোরায় হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে ইতোমধ্যে মাহফুজকে চিহ্নিত করেছে পুলিশ। একই সঙ্গে মাহফুজ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জেএমবির ভারতীয় শাখার আমির ছিল বলে জানা গেছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |