সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় অপর বাসের হেলপার এবং আশুলিয়ার শিমুলতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লিটন হোসেন। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পাগলপাড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে সাতক্ষীরা থেকে ছেড়ে একে ট্রাভেলস পরিবহনের বাস স্থানীয় পলাশ পরিবহনের বাসের হেলপারকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপর আশুলিয়া থানা পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মৃতদেহ ও পরিবহনের চালককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

অপরদিকে আশুলিয়ায় শিমুলতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বেলাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031