অভিযুক্ত গৃহশিক্ষক আবুল কালাম আজাদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে ফরিদপুরের ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হীরামনি তিসার আত্মহত্যার ঘটনায় ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সামনে শত শত শিক্ষার্থী হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেয়।
শিক্ষকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ উঠায় তাকে সাময়িক বরখাস্ত করেছে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা হীরামনির মৃত্যু জন্য শিক্ষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মাহামুদা বেগমকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি তোলেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক একরাম হোসেন, সহকারি শিক্ষক মাওলানা সেলিম, বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাজু, তানজিল আহম্মেদ মুন্সি, ওসমান গনি আকাশ, তারিকুল ইসলাম তারেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
মানববন্ধন শেষে পুলিশ প্রহরায় শিক্ষার্থীদের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হায়দার হোসেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন বলেন, শিক্ষার্থী হীরামনির মা থানায় হত্যা মামলার পর থেকেই পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
ফরিদপুরের ভাঙ্গায় গৃহশিক্ষকের যৌন হয়রানির কারণে স্কুলছাত্রী হীরামনি তিসা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে। ছাত্রীটি ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
বৃহস্পতিবার গভীর রাতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীটির গ্রামের বাড়ি উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লগী গ্রামে। তার বাবা মনিরুজ্জামান ভুইয়া একজন ফল ব্যবসায়ী। এই ঘটায় শুক্রবার বিকালে তিসার মা বাদী হয়ে থাকায় হত্যা মামলা করেন।