‘রঙিন পাতা এনটিভিতে আগামী ০৯ জুলাই থেকে শুরু হচ্ছে বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ’। অনুষ্ঠানটি এখন থেকে প্রতি সপ্তাহের রবিবার রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে। কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।
আমাদের দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারন পাঠকের রয়েছে ব্যাপক কৌতুহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান এবং সাংবাদিক হিসেবে থাকবেন আদর রহমান, সহ-সম্পাদক, ফিচার বিভাগ, দৈনিক প্রথম আলো।