একসময় রণবীর কপূর-ক্যাটরিনা কাইফ প্রেম করলেও, আজ তাঁরা শুধুমাত্রই বন্ধু। পেশাদার অভিনেতার মতো তাই বিচ্ছেদের পরও ‘জগ্গা জাসুস’ শেষ করেছেন ক্যাট-রণবীর। তবে ছবির প্রচারের সময়, তাঁদের সম্পর্কের অস্বস্তি যথেষ্ট চোখে পড়েছে।
এবার ক্যাট প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তিনি জানেন, রণবীর বর্তমানে কার সঙ্গে ডেট করছেন। জানা গিয়েছে, সম্প্রতিই লন্ডন গিয়েছিলেন রণবীর, সেখানে তাঁর মায়ের পছন্দের এক তরুণীর সঙ্গে দেখা করতে। তবে আপাতত সেই খবরে জল ঢেলে জানা গিয়েছে, লন্ডন নয়, মু্ম্বাইয়ের কোনও এক মেয়ের সঙ্গেই প্রেম করছেন রণবীর।
সম্প্রতি শোনা যাচ্ছিল, মা-বাবার পছন্দের কোনও মেয়েকেই হয়তো বিয়ে করবেন রণবীর। কারণ, তাঁর মায়ের ছেলের বান্ধবীদের তেমন পছন্দ হয়নি। মু্ম্বাইবাসী যে মেয়ের সঙ্গে প্রেম করছেন এখন রণবীর, তাঁর সঙ্গে বিনোদন দুনিয়ার কোনও সম্পর্ক নেই।
এই অজ্ঞাতপরিচয় তরুণীটিকে ‘জগ্গা জাসুস’-এর প্রচারেও দেখা গিয়েছে। এদিকে মেয়েটি যখন সঙ্গে থাকছেন না, তখন ক্যাটকে ফোন করছেন রণবীর। মনে করা হচ্ছে, ক্যাটকে ইচ্ছাকৃত ভাবে উত্যক্ত করতেই এই কাজটি করছেন রণবীর। তবে এই পরিস্থিতিতেও নিজেকে ভেতর থেকে শান্ত রাখাটাই ক্যাটের কাছে বড় চ্যালেঞ্জ।