আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহের ছবি দিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় খণ্ডকালীন শিক্ষক ওমর শরীফকে প্রত্যাহার করে নিয়েছে ।
বিষয়টি নিশ্চত করে আইআইইউসির বিবিএ অনুষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম বলেন, ওমর শরীফও আইআইইউসি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ভাল রেজাল্ট করায় তাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নেয়া হয়। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সে ফেসবুকে দুঃখজনকভাবে আপত্তিকর মন্তব্য করেছে। এতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
গত ৫ জুলাই বঙ্গবন্ধুর মরদেহের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ওমর শরীফ। এরপর ছাত্রলীগের রাজনীতিতে জড়িত অনেকেই ওমর শরীফের পোস্টের প্রতিবাদ করে ফেসবুকে পাল্টা পোস্ট দেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।