অবশেষে চালু হলো আড়াই বছর বন্ধ থাকার পর গ্যাস-নির্ভর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
বুধবার (৫ জুলাই) থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন কারখানাটি।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বুধবার গ্যাস সরবরাহ দিয়েছে ৪৭ দশমিক ৭২৮ মিলিয়ন ঘনফুট। কারখানার চাহিদা প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাপ থাকতে হয় ১০০ পিএসআই।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের ভূঁঞা আড়াই বছর বন্ধের পর পুনরায় সিইউএফএল চালুর বিষয়টি নিশ্চিত করলেও প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।