এক গৃহবধূ আত্মহত্যা করেছেন স্বামীর সঙ্গে ঝগড়া করে মমতাজ বেগম নামে ব্রাহ্মণবাড়িয়ায়। বুধবার রাতে তিনি পোকা নিধনের ট্যাবলেট খান। পরে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়।
এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
নিহত মমতাজ সদর উপজেলার সাদেকপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে মমতাজের সঙ্গে তার স্বামী জাকির হোসেনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার উপ-পরিদর্শক মো.ইশতিয়াক আহমেদ বলেন, লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।