এটি সাশ্রয়ী দামের ফোন। ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কার্বন দেশটির বাজারে নতুন একটি ফোন ছেড়েছে। ফোনটির মডেল কার্বন কে৯ কাভাচ ফোরজি। দেশটির বাজারে ফোনটির মূল্য ৫২৯০ রুপি।
এন্ট্রি লেভেলের এই ফোনটিতে বিশেষ কিছু ফিচার রয়েছে। এতে আছে বিএইচআইএম আপ, ব্যাংকিং ফিচার। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এছাড়াও ফোনটি অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেবে।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ছবির জন্য ফোনটিতে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। এর বিল্টইন মেমোরি ৮ জিবির। ব্যাটারি ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
কানেকটিভিটির জন্য ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রোইউএসবি।