তুরস্কে আটকা পড়েছেন অবৈধভাবে ইউরোপে ঢুকতে গিয়ে কমপক্ষে দুই হাজার বাংলাদেশি । এসব বাংলাদেশীদের নিয়ে মানবিক সংকট সৃষ্টি হতে পারে।
বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মঙ্গলবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এই সতর্কতা উচ্চারণ করেছেন। খবর বিবিসি বাংলা’র।
বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকে ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে আসছেন।
এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তিনি জানান, এদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা যাচ্ছেন। অনেকে তুরস্কে মানবপাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
বিবৃতিতে রাষ্ট্রদূত আরো জানান, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন।
ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এ ধরণের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে আরো সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।