মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাকসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায়।
রোববার (২ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নেজাম উদ্দিন (৩১) কক্সবাজার জেলার চকোরিয়া থানার খুটাখালী উত্তর পাড়া নুর আহম্মদ সওদাগরের বাড়ির মৃত নুর আহম্মদের ছেলে।
মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(বন্দর) আসিফ মহিউদ্দীন সিটিজিনিউজকে জানান, বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাকসহ আসামীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার টেকনাফ থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।