মোটরসাইকেল ও বাসের মুখোমুখী সংঘর্ষে জামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বরিশালের মুলাদীতে।
রবিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার নলিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উপজেলার খাসেরহাটের দড়িচর গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং সে ভাড়ায় মোটরসাইকেল চালক।
স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল চালক জামাল মুলাদী থেকে মীরগঞ্জ ফেরিঘাট যাত্রী আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, বাস চালক বা বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে অফিসার পাঠানো হয়েছে।