খুলনা ওয়াসার কাজে অনিয়ম এবং মহানগরীর সড়ক সংস্কার কাজে খুলনা সিটি কর্পোরেশনের অবহেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। খুলনা উন্নয়ন ফোরাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা এবং খুলনা নাগরিক সমাজ যৌথভাবে এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খুলনা ওয়াসা কর্তৃক খুলনা পানি সরবরাহ প্রকল্পের নগরীর রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ চলছে। কিন্তু ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতা, অনিয়ম, ওয়াসার অবহেলা, অসততা প্রভৃতি কারণে প্রকল্পের কাজ প্রশ্নের সম্মুখীন।

লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, সদস্য সচিব মো. বাবুল হাওলাদার, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, যুগ্ম মহাসচিব এস এম মারুফ হোসেন, জাতীয় পার্টির মহানগর নেতা মো. তৈমুর হোসেন শাহীন, জেপির মহানগর সহ-সভাপতি হায়দার আলী হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব জি এম সজিব মোল্লা, পিপলস রাইট ভয়েস (পিআরভি)’র সাধারণ সম্পাদক এম মোস্তফা কামাল প্রমুখ।

ওয়াসা সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীতে সুপেয় পানির শতভাগ চাহিদা মেটাতে ‘ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক’ প্রকল্পটির কাজ চলছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা।

এর মধ্যে সরকার ৭৫০ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫২৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৭৮ লাখ  টাকা অর্থায়ন করছে। ২০১৮ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। বাস্তবায়ন হলে নগরীতে প্রতিদিন ১১০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031