বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। দীর্ঘদিন ধরেই তিনি মঞ্চ ও টিভিতে অভিনয় করে মানুষের ভালবাসা পেয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। যদিও জন্মদিনটিকে ঘিরে কোন পরিকল্পনা নেই তার। খুব সাধারণভাবেই পার করছেন দিনটি। তবে ভক্ত অনুরাগী বন্ধুদের ভালবাসা ও শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন এই প্রতিভাবান শিল্পী।
জন্মদিনের প্রসঙ্গে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমি সাধারণত জন্মদিনে কিছুই করি না। জন্মদিন উপলক্ষে অনেক মানুষ ফেসবুক ও মোবাইলে অনেক উইশ করছে। এটা অনেক ভাল লাগছে। সবার উত্তরও দিতে পারছি না। সবার ভালবাসাই আমাকে আজকে এতদূর নিয়ে এসেছে। আমি অনেক খুশি।’
টিভি ও মঞ্চ নাটক নিয়ে কি পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি পরিকল্পনা নিয়ে কিছু করিনা। এখন তিনটি ধারবাহিকে কাজ করছি। আরও তিনটি ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছি। এখনও মঞ্চে কাজ করছি। আমি একজন অভিনেত্রী, সারা জীবন অভিনয়টাই করে যেতে চাই।’
বর্তমান টিভি নাটকের অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এবার অনিমেষ আইচের পরিচালনায় মায়াবতী নাটকে কাজ করলাম। ভাল লেগেছে। টিভি নাটকের অবস্থা খুব বেশি ভাল না। এখন বিজ্ঞাপন ও খবরের কারণে মানুষ ইউটিউবে নাটক দেখে। ৪০ মিনিটের নাটক কে আর আড়াই ঘণ্টা বসে দেখতে চায়। তারপরও মানুষ বিরতীহীন নাটকগুলো দেখছে। নাটকের মান বাড়ানোর জন্য বাজেট বাড়ানো উচিত। পরিচালকদেরকেও স্বাধীনতাটা জরুরী।’
প্রসঙ্গত, তমালিকা এ পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ঘেটুপূত্র কমলা। এছাড়া অন্য জীবন, মিথ্যার রাজা, এই ঘর এই সংসার, কীর্ত্তনখোলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। কীর্ত্তনখোলায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তার উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলো হলো, ‘পাথর, ‘খেলা খেলা, ইবলিশ, শত্রুগণ, উপরওয়ালা, জয় জয়ন্তী, রাঢ়াং, ময়ূর সিংহাসন, বঙ্গভঙ্গ, দ্য জুবিলি হোটেল, মায়ের মুখ।’
তিনি কয়েকদিনের মধ্যেই একসঙ্গে নতুন তিনটি টিভি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এছাড়াও বর্তমানে তার তিনটি ধারাবাহিক বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। নাটকগুলো হচ্ছে ‘রেডিও জকি ও কতিপয় গল্প, ডিবি, সং-সার।’