আদালত দলের কর্মসূচি চলাকালে রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ সকালে জয়নুল আবদিন ফারুক আদালতে উপস্থিত হয়ে ছয় মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি চার মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২০১৫ সালের বিভিন্ন সময়ে পল্টন থানায় মামলাগুলো করা হয়। জয়নুল আবেদিন ফারুক গত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন।