আইনমন্ত্রী আনিসুল হক আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন । রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে রবিবার সকালে শেষবারের মতো দুই সপ্তাহ সময় বেঁধে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে প্রধান বিচারপতি এ কথা বলেন।
পরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, ১৫ তারিখের মধ্যেই গেজেট হবে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা বিধি একটা বিধি, যেটা বিচার বিভাগের উপরে যথেষ্ট প্রভাব রাখবে। ফলে খুঁটিনাটি বিষয়গুলো দেখেই করা উচিত যাতে এমন কোনও কিছু না থাকে যেখানে পরে প্রশ্নবিদ্ধ হয়। ফলে এটি সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। ১৫ জুলাইয়ের মধ্যেই গেজেট হবে।
এর আগে এই গেজেট প্রকাশ নিয়ে একাধিকবার সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত।