জাতীয় রাজস্ব বোর্ড (এনবিঅর) সদ্যসমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭১ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে । এনিয়ে টানা তৃতীয়বারের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে সংস্থাটি।
এনবিআরের সাময়িক হিসাবে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক মিলিয়ে এক লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সংশোধিত লক্ষ্য ছিল এক লাখ ৮৫ হাজার কোটি টাকা। খবর বাসসের
এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক বেলাল চৌধুরী বলেন, এক লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আয়ের এই হিসাব সাময়িক। আগামী ২৫ জুলাই আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) এবং শুল্ক থেকে আহরিত রাজস্ব আয়ের আলাদা হিসাব পাওয়া যাবে। তখন চূড়ান্ত রাজস্ব বিবরণী পাওয়া যাবে।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত অর্থবছরের শুরুতে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয় দুই লাখ তিন হাজার ১৫২ কোটি টাকার। পরে সেটিকে সংশোধন করে এক লাখ ৮৫ হাজার কোটি টাকায় আনা হয়।
এদিকে, চলতি অর্থবছরে এনবিআরকে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য দেয়া হয়েছে।