মাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে নেশার টাকা না পেয়ে । জামালপুর শহরের মুকন্দবাড়িতে শনিবার বিকালে ঘটে এই নির্মম হত্যাকাণ্ডটি। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, ফয়সাল ইবনে সাইদ পলাশ পেশায় চিকিৎসক। বেশ কিছুদিন ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের ছোবল থেকে চিকিৎসক ছেলেকে ফিরিয়ে আনার জন্য মা ফাতেমা জামান চেষ্টা করেন। এনিয়ে মায়ের সঙ্গে প্রায়ই কলহে জড়িয়ে পড়তেন পলাশ। শনিবার বিকাল পাঁচটার দিকে মায়ের কাছে নেশার টাকার জন্য চাপ দেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। টাকা না দেয়ায় এক পর্যায়ে পলাশ ক্ষুব্ধ হয়ে মাকে বটি দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো বটি দাসহ পলাশকে গ্রেপ্তার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।