চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বিটুমিনের শত্রু পানি। কিন’ সেই বিটুমিন মেশানো পাথরকুচি পানিতেই ঢালছে । এটি নগরীর দেওয়ানহাট মোড়ের শেখ মুজিব সড়কের দৃশ্য। গতকাল বিকেলে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের নয়, খোদ চসিকের ইউনিফর্ম কর্মীরাই এভাবে সড়ক মেরামত করেছেন। খবর বাংলানিউজ’র।
প্রত্যক্ষদর্শী লোকজন চসিক কর্মীদের এমন কাজ দেখে বিস্ময় প্রকাশ করেছেন। আগ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সেলিম উল্লাহ বলেন, চসিকের এমন খামখেয়ালিপনা কাজের মধ্য দিয়ে নগরবাসীর দেওয়া করের টাকার শ্রাদ্ধ হচ্ছে। পানির নিচে থাকা খানাখন্দ ইটের খোয়া দিয়ে জরুরি ভিত্তিতে ভরাট করলেই যথেষ্ট। পানিতে বিটুমিন ঢালার অর্থ কর্তৃপক্ষের সঠিক নজরদারি নেই।
চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ভারীবর্ষণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সড়ক কাটার কারণে বেহাল হয়ে পড়া সড়কে জোড়াতালির কাজ করছে চসিক। সাগরিকায় স’াপিত চসিকের নিজস্ব অ্যাসফল্ট প্ল্যান্ট থেকে বিটুমিন ও পাথরকুচি মেশানো কার্পেটিং সামগ্রী আনা হয় এ কাজে। নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই দিতে হয় এসব কার্পেটিং সামগ্রী। নয়তো গুণগতমান নষ্ট হয়ে যায়। বিটুমিনের বাঁধন আলগা হয়ে সড়ক নষ্ট হতে থাকে।
যোগাযোগ করলে আগ্রাবাদ শেখ মুজিব সড়ক, এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোডসহ আশপাশের সড়ক মেরামতের দায়িত্বে থাকা চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অ্যাসফল্ট প্ল্যান্ট থেকে বিটুমিন মেশানো পাথরকুচি আনার পর সেটি ব্যবহার করা ছাড়া উপায় থাকে না। এক্ষেত্রে হয়তো হঠাৎ বৃষ্টির কারণে যেখানে বিটুমিন দেওয়ার কথা সেখানে পানি উঠে গেছে। তাই শ্রমিকরা বিটুমিন মেশানো পাথরকুচি ফেলে না দিয়ে গর্ত ভরাটের কাজে ব্যবহার করছে। এমনিতে রাস্তার খানা-খন্দ ভরাটের কাজে আমরা ইটের খোয়া দিয়ে থাকি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |