কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে । আজ বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। আজ অক্টোবর সিনেমা হলে রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন। এবারের উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে আছে। তার ফলাফল দেয়া হবে আজ রাতে। পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারুকী বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আমি বাংলাদেশি ছবি নিয়ে প্রথম এসেছি। গতকাল শো শেষে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আজ পুরস্কার পেলাম, সত্যিই আমি খুব আনন্দিত। ‘ডুব’ ছবির পুরো টিমের জন্য আমার গভীর ভালোবাসা। উল্লেখ্য, গতকাল বুধবার মস্কোর অক্টোবর সিনেমা হলে প্রদর্শিত হয় ‘ডুব’ ছবিটি। প্রদর্শনী শেষে রুশ দর্শকরা বাংলাদেশি চলচ্চিত্রের প্রশংসা করেন। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, বাংলদেশি অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |