সুধীন দাশের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানালেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ ও সংগীত গবেষক । আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সুধীন দাশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই শ্রদ্ধা পর্বের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শ্রদ্ধা নিবেদনের আগে আজ সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে সুধীন দাশের মরদেহ প্রথমে তাঁর মিরপুরের বাসভবনে নেওয়া হয়। এরপর সকাল ১০ টায় তাঁর মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল নজরুল ইনস্টিটিউটে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সুধীন দাশের মরদেহ শহীদ মিনারে আনা হয়। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাপ, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি, ছায়ানট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় খেলাঘর আসর, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল সংগীত শিল্পী সংস্থা, নজরুল সংগীত শিল্পী পরিষদ, উদীচী, বাংলাদেশ মহিলা সমিতি প্রভৃতি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সুধীন দাশের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান মুখ্য সচিব কামাল আবদুর নাসের চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়াও বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা সুধীন দাশের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুধীন দাশের মরদেহ পোস্তগোলা মহাশ্মশানের উদ্দেশে নেওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সুধীন দাশ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |