নৌকা ডুবে তিন শিশু নিখোঁজ রয়েছে ভ্রমণে বের হয়ে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার জালিয়াপাড়ার নাফ নদীর জেটিতে এই ঘটনা ঘটে। নৌকাডুবির পর ১৪ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকালে জালিয়াপাড়ার নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট একটি নৌকায় কয়েকজন শিশু ভ্রমণে বের হয়। এর কিছুক্ষণ পরই নৌকাটি জোয়ারের পানিতে ডুবে যায়। নৌকায় থাকা ১৪ শিশুকে উদ্ধার করা হলেও তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
তারা হলেন- টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ প্রকাশ মনু মিয়ার ছেলে মো. আমিন (৯), আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) এবং সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)। আরও কেউ নিখোঁজ আছে কি না তা জানা যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া বলেন, নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। আপতত এ ঘটনায় তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।