বলিউডের এলিজিবল ব্যাচেলর সালমান খানের বিয়ে নিয়ে মাঝেমধ্যেই নানা ঘটনার সৃষ্টি হয়। যেসবের কোনোটা সালমান নিজেই ঘটান। আর কোনোটা ঘটিয়ে থাকেন তার কাছের লোকজন কিংবা ভক্তরা। এবারের ঘটনা ঘটালেন সালমান নিজেই। বিয়ে নিয়ে অন্যরকম এক মন্তব্য করলেন তিনি। সম্প্রতি মিড ডে-কে দেয়া এক সাক্ষাতকারে সালমান বলেন, বিয়ে করা মানে টাকার অপচয়। আমি ভালবাসাতেও বিশ্বাস করি না। আমার তো মনে হয়, ভালোবাসা শব্দটাই থাকার কোনো কারণ নেই। আসল শব্দটা হওয়া উচিত প্রয়োজনীয়তা। জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। যখন যাকে প্রয়োজন, তখন তাকে ভালোবাসে। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। সুতরাং এই দুটো একই। সালমানের এমন মন্তব্যে বিস্মিত হয়েছে গোটা বলিউড। কখনো ঐশ্বর্য রাই, কখনো কাটরিনা কাইফের সঙ্গে জড়িয়ে সালমান খান সম্পর্কে নানা গসিপ শোনা গিয়েছে ইন্ডাস্ট্রিতে। এই তালিকাটা বেশ দীর্ঘ। শেষ কাহিনি চলছে রোমানিয়ান মডেল লুলিয়া ভানটুরের সঙ্গে। সালমান এখন তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন বলে শোনা যাচ্ছে। তবে তার এবারের মন্তব্যে সেই সম্পর্ক এখনো আছে কি নেই তা নিয়ে অনেকেই সন্দিহান। এদিকে গত ২৩শে জুন মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘টিউবলাইট’। তবে ছবিটি এখনো পর্যন্ত বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করেনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |