চট্টগ্রাম, মানিকগঞ্জ, নোয়াখালী, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কক্সবাজার, খুলনা, কুড়িগ্রাম এবং জেলা পরিষদের মোট ১৬ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন।
বুধবার সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আব্দুল খালেক মিয়া, নোয়াখালী জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোশারেফ হোসেন এবং ৯নং ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন, যশোর জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পায়েল হোসেন মৃধা, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুর, ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সদস্য সহল আল রাজী চৌধুরী এবং ১৪নং ওয়ার্ডের সদস্য মো. ইমাম উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, খুলনা জেলা পরিষদের ৫নং সংরক্ষিত আসনের সদস্য বেগম জেসমিন পারভীন জলি এবং ১৪নং ওয়ার্ডের সদস্য শেখ আবু জাফর, কুড়িগ্রাম জেলা পরিষদের ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. লাভলী বেগম, ৬নং ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলী পোদ্দার এবং ১৪নং ওয়ার্ডের সদস্য মো. জাইদুল ইসলাম মিনু এবং চট্টগ্রাম জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আখতার উদ্দীন মাহমুদ শপথগ্রহণ করেন।