বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দায়ী করে বলেছেন, ‘আমরা আশা করি চালের দাম স্বাভাবিক হয়ে যাবে। আমাদের খাদ্যের ঘাটতি নেই। আমরা মনে করি মিল মালিকরা চাল বাজারে ছাড়ছেন না। এ কারণেই চালের দাম বেড়েছে।’
বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে চালে ২৮ শতাংশ ডিউটি থেকে ১০ শতাংশ করেছি। এতে প্রতি কেজি ছয় টাকা কমবে। আমরা আশা করি চালের দাম স্বাভাবিক হয়ে যাবে।’
বর্তমানে খুচরা বাজারে চিকন চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৪ থেকে ৫৮ টাকায়। মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়ি। দুই মাস আগেও মোটা চাল ৩৪ টাকায় পাওয়া যেত।
সম্প্রতি বাজারে চালের ঊর্ধ্বগতি রোধে উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে শুল্কহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে সরকার। এছাড়া চাল আমদানি নীতি শিথিল করে ‘শূন্য মার্জিনে’ ঋণপত্র খোলার সুযোগ দেয়া হয়েছে। এর ফলে চাল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার সময় ব্যবসায়ীদের অ্যাকাউন্টে কোনো টাকা থাকতে হবে না। তারা বাকিতে চাল আমদানি করতে পারবেন এবং চাল দেশে আসার পর ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন।