পাহাড় ধসের দুর্গতদের দেখতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হওয়ার বিষয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম প্রেসক্লাবে রবিবার বেলা ১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রক্তাক্ত হয়েছেন। আমি আঘাত পেয়েছি, আরও কয়েকজন আঘাত পেয়েছেন। কিন্তু এটা ব্যক্তিগত আঘাত নয়। এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। যারা মুক্ত চিন্তা করেন, সরকারের বিরোধিতা করেন তাদের প্রতি আঘাত।’

হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হয়েছে। আমাদের এই অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হয়েছে?’ তিনি আরও বলেন, ‘এটা একটা ভয়াবহ ঘটনা। জনগণকে ঐক্যবদ্ধ করে এটা প্রতিরোধ করতে হবে।’

হামলার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তখন মুশলধারে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন লাটিসোটা ও পাথর নিয়ে আক্রমণ করলো। প্রথমেই গাড়ির উইন্ডস্ক্রিন বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো। এরপর হামলা চালালো।’

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দূর্গত এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের দ্বারা বিএনপি মহাসচিবের হাড়িবহর হামলার শিকার হয়। হামলার ঘটনায় মির্জা ফখরুলের গাড়ির কাচ ভেঙে যায়। এতে তিনি হাতে আঘাত পান।এছাড়াও ওই ঘটনায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মাহবুবের রহমান শামীমও আহত হয়েছেন বলে জানা গেছে। মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।

গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তারা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাদের গাড়িবহরে হামলা হয়। পরে তারা রাঙামাটিতে না গিয়ে চট্টগ্রামে ফিরে আসেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031