আদালত রাজধানীর মিরপুরের রূপনগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুর  রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ।

শনিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদরাত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এ আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেছিলেন।

এর আগে গত শুক্রবার রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তনুকে গ্রেপ্তার করে পুলিশ।

ওইদিনই রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে তানভীর তনু ও তার বন্ধু জাবেদের বিরুদ্ধে ওই মামলা করেন এক তরুণী।

মামলার অভিযোগে বলা হয়, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় তানভীর তনুর। তাঁর স্ত্রী থাকার পরও তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ওই তরুণীকে মালয়েশিয়া নিয়ে যেতে গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসায় ডেকে নেন। ওই সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু জাবেদ ছিলেন। একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। পরে ওই তরুণী পালিয়ে আসেন। এ ঘটনার পর তানভীর তনু পলাতক ছিলেন। তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরই সেখান থেকে তানভীর তনুকে পুলিশ গ্রেপ্তার করে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031