সুইজারল্যান্ড কালো টাকার বিষয়ে ভারতকে তথ্য সরবরাহ করবে। শুক্রবার এ কথা জানিয়েছে সুইস প্রশাসন। কর সংক্রান্ত বিষয়ে অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ বা স্বয়ংক্রিয় তথ্য বিনিময় নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত মেনে নিয়েছে সুইজারল্যান্ড। সুইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, ২০১৮-য় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তার পরের বছরই ভারতের হাতে আসবে কালো টাকা সংক্রান্ত তথ্যের প্রথম তালিকা। কালো টাকা সংক্রান্ত নানা আর্থিক খুঁটিনাটি ভারতের সঙ্গে লেনদেন করলেও গোটা বিষয়টি চরম গোপনীয় রাখার কথা বলেছে সুইজারল্যান্ড। ঠিক কবে থেকে তথ্য বিনিময় শুরু হবে তার তারিখ শিগগিরই ভারত সরকারকে জানিয়ে দেবে সুইস ফেডারেল কাউন্সিল। ইওরোপিয় দেশগুলির শীর্ষ গর্ভনিং বডি এই কাউন্সিল। এই সিদ্ধান্ত কার্যকর করতে আর কোনও গড়িমসি করা হবে না বলেও জানানো হয়েছে। এই তথ্য বিনিময়ের সিদ্ধান্ত কোনও গণভোটের ওপর নির্ভরশীল নয়। সুইস ব্যাঙ্কে জমা থাকা দেশের কালো টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে আলোড়ন চলছে। বেআইনি অর্থের মালিকদের কাছে সুইজারল্যান্ড বরাবরই স্বর্গ বলে পরিচিত। সুইস সরকারের কাছে ওই অ্যাকাউন্ট হোল্ডারদের তালিকা চেয়ে পাঠিয়েছে ভারত।
সুত্রঃ এই সময়