গতকাল (শুক্রবার) সকালের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এ দুটি মরদেহ উদ্ধার করে। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার চারদিনের মাথায় নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের সার্কিট হাউসের পেছনের এলাকা থেকে ইব্রাহিম (২৫) এবং ভেদভেদীর নয়া মসুলিমপাড়া এলাকা থেকে মুজিবুর রহমান (১২) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়।
অপর দিকে, গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে সাংবাদিকদের বলেন, কেউ যদি সুনিদিষ্ট সংবাদ দেয় তা হলে জরুরিভাবে উদ্ধার কাজ চালাবে প্রশাসন। এদিকে, গতকাল শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
প্রসঙ্গত, সোমবার হতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রবল বর্ষণ, কম্পন ও বজ্রপাতে রাঙামাটিসহ আশেপাশে এলাকায় ভয়াবহ পাহাড় ধস হয়। এতে সদরসহ, কাউখালী, কাপ্তাই, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। জেলা প্রশাসনের তথ্যমতে সরকারি তালিকায় ওই পাহাড় ধসে এ পর্যন্ত ১১০ জনের মৃত্য নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয়দের তথ্যমতে এ সংখ্যা আরো অধিক।
উদ্ধার কাজে নিয়োজিত চট্টগ্রামের ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, নিখোঁজদের উদ্ধার অভিযান এখন প্রায় শেষের দিকে। প্রশাসনের তথ্য অনুযায়ী নিখোঁজ রয়েছেন আরও একজন। তবে স্থানীয় ও স্বজনদের তথ্যমতে নিখোঁজ আরও পাঁচজন।
এদিকে দুর্ঘটনার পর রাঙামাটি এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিকল্পভাবে পানি পথে রাঙামাটি হতে কাপ্তাই হয়ে চট্টগ্রামসহ অন্যান্য জায়গায় যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় সকাল ও বিকালে দুটি লঞ্চ সার্ভিস গতকাল শুক্রবার হতে চালু করা হয়েছে । চার দিন পর শহরসহ আশেপাশে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। টানা চারদিন শহরে বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতিও আর মিলছে না। স্বাভাবিক করা হয়েছে পানি সরবরাহ।
অন্যদিকে পাহাড় ধসের দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় দুই-আড়াই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে চরম মানবেতর জীবনযাপন করছেন। শহরের ভেদভেদী কৃষি ভবনে আশ্রয় নেয়া ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়ার জাকির, সাবেদা সুলতানা, মো. আইয়ুবসহ অনেকেই
বলেন, এক কাপড়ে চারদিন আশ্রয় কেন্দ্রে। তাদের বাড়িঘর পাহাড় ধসে মাটির চাপায় বিলীন হয়ে গেছে। বাড়িঘর ও স্বজন হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তায়।
এদিকে, গতকাল শুক্রবার রাঙামাটির সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় রাঙামাটি’ এর উদ্যোগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বনরূপা ও কলেজ গেটের বাণিজ্যিক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |