রেলওয়ে ট্রেনের আগাম টিকিট বিক্রিতে শৃঙ্খলা আনতে আনতে ট্রেন অনুযায়ী কাউন্টার নির্দিষ্ট করে দিয়েছে। ফলে যে কোনো কাউন্টারের সামনে লাইনে দাঁড়ালেই চলবে না। আগেভাগেই যাত্রীদেরকে জেনে নিয়ে দাঁড়াতে হচ্ছে লাইনে।
রেলওয়ের কর্মীরা বলছেন, দুই বছর ধরে এই পদ্ধতিতে আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। এতে যাত্রীদের হয়রানি ও ভোগ্নান্তি কিছুটা হলেও কমেছে। কোন কাউন্টারে কোন ট্রেনের টিকিট বিক্রি করা হবে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া আছে।
ঈদকে সামনে রেখে সোমবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন দেয়া হয়েছে ২১ জুনের টিকিট। আজ দ্বিতীয় দিন মিলেছে ২২ জুনের টিকিট। এভারে পাঁচ দিন দেয়া হবে টিকিট। এই স্টেশন থেকে প্রতিদিন ২২ হাজারের বেশি টিকিট বিক্রি করা হবে যা মোট টিকিটের ৬৫ শতাংশ। বাকি টিকিটের মধ্যে ২৫ শতাংশ বিক্রি করা হচ্ছে অনলাইনে। আর পাঁচ শতাংশ করে টিকিট ভিআইপি এবং রেলের কর্মীদের জন্য সংরক্ষিত।
চট্টগ্রামগামী বিভাগ ট্রেন:
সূবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতীর টিকিট মিলছে সাত নম্বর কাউন্টার থেকে।
তূর্ণা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের টিকিট মিলছে আট নম্বর কাউন্টার।
সিলেটের ট্রেন:
পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস সিলেটের টিকিট মিলছে নয় নম্বর কাউন্টারে।
রাজশাহীর ট্রেন:
ধুমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, রাজশাহী ঈদ স্পেশালের টিকিট দেয়া হচ্ছে ১০ নম্বর কাউন্টারে।
বৃহত্তর ময়মনসিংহ
এগারসিন্ধুর প্রভাতী, এগারসিন্ধুর গোধূলি ও কিশোরগঞ্জ এক্সপ্রেসের টিকিট পাওয়া যাচ্ছে ১১ নম্বর কাউন্টার থেকে।
নেত্রকোণাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেসের, মংমনসিংহগামী যমুনা এক্সপ্রেসের টিকিট দেয়া হচ্ছে ১২ নম্বর কাউন্টারে।
জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ময়মনসিংহের দেওয়ানগঞ্জগামী অগ্নিবীনা এক্সপ্রেসের টিকিট মিলছে ১৩ নম্বর কাউন্টারে।
রংপুর বিভাগ
রংপুরগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস এবং দিনাজপুরগামী পার্বতীপুর ঈদ স্পেশালের টিকিট মিলছে ১৪ নম্বর কাউন্টার থেকে।
নীলফামারীর চিলাহাটি পর্যন্ত চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস, দিনাজপুরের দ্রুতযান ও একতা এক্সপ্রেসের টিকিট মিলছে ১৫ নম্বর কাউন্টারে।
খুলনা বিভাগ
খুলনার সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট মিলছে ১৬ নম্বর কাউন্টার থেকে।
নারীদের জন্য সংরক্ষিত ১৮ নম্বর কাউন্টারে মিলছে সব রুটের ট্রেনের টিকিট। আর অনলাইনে যারা টিকিট কেটেছেন, তাদেরকে যেতে হচ্ছে ১৯ নম্বর কাউন্টারে। এসএমএসে যারা টিকিট নিচ্ছেন, তাদের গন্তব্য ১৯ নম্বর কাউন্টারে।