চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে নিলুফা ইয়াসমিন ডালিয়া (২৮) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের প্রবাসী মো. খোরশেদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেছে। লাশটির ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।