নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্বাস উদ্দিন (৩৭) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
রবিবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্বাস উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর সরঙ্গা এলাকার আব্দুন নবীর ছেলে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন বলেন, শাহ আমানত সেতু চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ আব্বাস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।