মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন ব্রিজ সংলগ্ন বালির মাঠ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ।
শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম সিটিজিনিউজকে জানান, আনোয়ারা উপজেলার মালিপাড়া বাছা মাঝির ঘাট আমিন ফকির বাড়ির আমিন ফরিকের ছেলে মোঃ মুছা আলী (৩৫) ইয়াবা পাচারের উদ্দেশ্যে বালির মাঠে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঠের মধ্যে একটি কাদা মাখানো প্লাস্টিকের সাদা ব্যাগে থাকা ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে মুছা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।