পুলিশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবার একটি বড় চালান আটক করেছে ।
আজ শুক্রবার (০৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বিশাল এ ইয়াবার চালান আটক করেলেও এর সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত হয়ে চট্টগ্রামে আসছে। গোপন এ তথ্যের ভিক্তিতে চালানটি আনোয়ারায় আসার খবরে জেলা ও আনোয়ারা থানা পুলিশ অভিযানের প্রস্তুতি নেয়।
আজ ভোর রাতে পুলিশের একাধিক টিম ভাগ হয়ে রায়পুরা ইউনিয়নের আবুল কাসেমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে বাড়ীর সকল সদস্য পালিয়ে গেলেও চিহ্নিত ইয়াবা পাচারকারী আবুল কাসেমের ঘরের খাটের নীচে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এতে হিসেব করে সাড়ে ৩লাখ ইয়াবা পাওয়া যায়।
যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় মাদক পাচারকারী আবুর কাসেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ।