রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজানের প্রথম থেকেই জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নগরীর বিভিন্ন বাজারে এক যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে শনিবার (১০জুন) সকাল ১১টা থেকে চকবাজার, ঝাউতলা বাজার ও ফিরিঙ্গিবাজারে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
চকবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, ঝাউতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এবং ফিরিঙ্গিবাজারে অভিযান চালাচ্ছেন রঞ্জন চন্দ্র দে।