পুলিশ কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ এক আবদুল করিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
আবদুল করিম টেকনাফ উপজেলার সে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের সৈয়দ হোসেনের ছেলে।শনিবার সকালে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকাল একটি বাড়িতে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাইন উদ্দিন খান জানান, শনিবার সকালে মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান এনে বিক্রি করার জন্য একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে এমন গেপান সংবাদের খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের এসআই আবদুর রহিম, এসআই মোক্তার আহমদসহ একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবদুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর ৪০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।তবে অভিযানকালে দুজন পালিয়ে যান বলে জানান তিনি।
আবদুল করিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে দুপুর দেড় টার দিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।