তিন শ্রমিকের মৃত্যু হয়েছে রাজধানীর বেইলি রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে। মঙ্গলবার বিকালে ঘটে এই দুর্ঘটনা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বেইলি রোড ও মগবাজারের মাঝামাঝি এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- শাহীন (২২), জাহাঙ্গীর (২২) ও জয়নাল (২০)। তাদের বাড়ি সিলেট জেলায়।
ওই ভবনের কর্মীদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, ভবনের ১০ তলায় লিফটের শাটারিংয়ের কাজ করার সময় মাচা ভেঙে এই তিনজন পড়ে যান। সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তিন শ্রমিকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।