প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রীতিলতা আবাসিক হল থেকে বেশকিছু বই উদ্ধার করেছে। বইগুলো ইসলামী ছাত্রসংস্থার বলে ছাত্রলীগ দাবি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। আজ বিকেল তিনটার দিকে প্রীতিলতা হল থেকে ১৩টি বই ও বেশ কিছু দাওয়াতপত্র উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
চবি ছাত্রলীগ নেত্রীদের দাবি, কাল বুধবারের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বইগুলো ইসলামী ছাত্রীসংস্থা নেত্রীরা প্রচারণার জন্য এনেছিল।
চবি প্রক্টর লিটন মিত্র বলেন, ওদের (ছাত্রলীগ) অভিযোগের ভিত্তিতে ওই হলের একটি কক্ষ থেকে ১৩টি বই পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি।