চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় এলাকার কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অপরাধে কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।