সড়ক দুর্ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ আলম নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলায়। মাসুদের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিকাল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নাজমুল ইসলাম মাসুদ আলমের নিহত হওয়ার কথা জানিয়েছেন।