টয়োটা উড়ন্ত গাড়ি আনছে জাপানের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। এজন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, একটি স্টার্টআপ প্রতিষ্ঠান টয়োটাকে ফ্লাইং কার তৈরি করে দিচ্ছে। এটি হবে ছোট আকারের।
২০২০ সাল নাগাদ টয়োটার এই ফ্লাইংকারটি অবমুক্ত করা হবে। ওই বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের টর্চে টয়োটার ফ্লাইং কারটির মাধ্যমে আগুন ধরানো
হবে।
গাড়িটিতে থাকবে আটটি প্রোপেলার। এর ফ্রেম তৈরি করা হবে অ্যালুমিনিয়াম দিয়ে।
টয়োটা এই ফ্লাইংকার তৈরি জন্য কার্টিভেটর রিসোর্স ম্যানেজমেন্ট নামের স্টার্ট আপ প্রতিষ্ঠানে ৪২.৫ মিলিয়ন ইয়েন বিনিয়োগ করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সুফল পেতে শুরু করেছে। ‘স্কাই ড্রাইভ’ নামের এই প্রকল্প গত শনিবার তাদের উদ্ভাবিত ফ্লাইং কারটি আকাশে উড়িয়েছে। এই গাড়িটিতে একজন চালক বসার যায়গা রয়েছে।
গাড়িটিতে পাখা ছাড়াও আছে ব্যাটারি ও সেন্সর। যদিও গাড়িটি পরীক্ষামূলক উড়ানের সময় প্রচুর শব্দ উৎপাদন করেছে। এর প্রোপেলার ধুলোবালি উড়িয়ে দিয়েছে।
এই প্রকল্পের উদ্দেশ্য জানিয়ে প্রকল্পটির প্রধান টিসুবাসা নাকামুরা বলেন, ‘আমাদের প্রকল্পের উদ্দেশ্য হলো, আকাশে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়া।’