সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের মূর্তি না অপসারণ করে স্থানান্তরিত করার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বা’আদ জুমা’আ অনুষ্ঠিত এই ভিক্ষভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নুর হুসাইন কাসেমী।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মহিউদ্দিন ইকরামসহ অন্যান্যরা।