চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের চার বাজারের ১৭ দোকানকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, আবদুস সামাদ শিকদার, নাঈমা ইসলাম ও তৌহিদুল ইসলাম এ সব অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে নগরের হালিশহরে এক সপ্তাহের পুরনো তেল ব্যবহার এবং অসাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির অভিযোগে ‘মুখরুচি’ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা, স্টিলমিল বাজারে মুল্য তালিকা না রাখা, মূল্যতালিকা ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে অমিল থাকায় ৪টি মুদি দোকানকে ২৫ হাজার টাকা, আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটে ভোক্তা অধিকার আইনে নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি করায় আহমেদ স্টোরকে ১০ হাজার টাকা, পাহাড়তলি বাজারে ভোক্তা অধিকার আইন ভঙ্গের দায়ে চার দোকানকে ১১ হাজার টাকা, ২ নং গেইট কর্ণফুলী কমপ্লেক্সে আইন ভঙ্গ করে মাংস ও মাছ বিক্রি করায় দুই দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মূল্য তালিকা না থাকায় কাঁচাবাজার ও মাছবাজারের দোকানগুলোকে সতর্ক করে দেয়া হয়।