থানা পুলিশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘীর পাড় এলাকা হতে মহিলাসহ ২জনকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন।
আটককৃতরা হল সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা নেতা ফকির পাড়া এলাকার সোলতান আহমদের পুত্র মোহামম্দ আরিফুল ইসলাম (২২), ও টেকনাফের হ্নীলা পানহালী এলাকার নুরুল আবছারের স্ত্রী রেহেনা আক্তার (৩০)।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমূখী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৫৩০৫) বাসে পুলিশ তল্লাসী চালিয়ে উল্লেখিত আসামীদের হাতে থাকা সুটকেচ হতে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে থানার হেফাযতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম বার, ও থানার এস.আই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী।
আটককৃতরা উক্ত প্রতিবেককে জানান, উল্লেখিত ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামস্থ কাপ্তাই এলাকার বাসিন্দা সাজু নামে এক ব্যাক্তি চট্টগ্রাম পাচার করার জন্য বলে। তারা ইয়াবাগুলো চট্টগ্রাম পর্যন্ত পাচার করতের পারলে তাদের ২ জনকে ৩০ হাজার টাকা দিবে জৈনক সাজু। ২ জুন বিকেল ৪ টায় লোহাগাড়া থানা কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক প্রেস বিফ্রিং অনুষ্টিত হয়েছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাতকানিয়অ সার্কেল এডিশনাল এস.পি হাসানুজ্জামান মোল্লা ও থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)