বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়েছে । ৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।
লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।
ইংলিশ অধিনায়কের আমন্ত্রণে ক্রিজে নেমে শুরু থেকে সতর্ক ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৫৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বাদশ ওভারে সাজঘরে ফেরেন সৌম্য (২৮)। ১৯.২ ওভারে আউট হন ৩ নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েস (১৯)।

দলীয় ৯৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে নামে উইকেটরক্ষক ব্যাটসম্যন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের খেলার সঙ্গী তামিমকে ক্রিজে পেয়ে মাঠে ঝড় তুললেন তিনি। অন্যপ্রান্তে ধীরগতিতে ব্যাট চালিয়ে শতক তুলে নেন তামিম। তামিমের দেখানো পথে দ্রুত অর্ধশতক তুলে নেন মুশফিক।

দলীয় ২৬১ রানে ইনিংসের ৪৪.৩ ওভারে সাজঘরে ফেরার আগে ১৪২ বলে ১২৮ রানের এক দারুণ ইনিংস খেলেন তামিম। ওডিআই ক্যারিয়ারে এই ড্যাশিং ওপেনারের নবম শতক এটি। তামিম সাজঘরে ফেরার বলেই আউট হন মুশফিকুর রহিম (৭৯)। ৪৭তম ওভারে আউট হন সাকিব আল হাসান (১০)। দলীয় ৩০০ রানে ৪৯.১ বলে সাজঘরে ফেরেন সাব্বির রহমান (২৪)। অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২.৩ ওভারে সাজঘরে ফেরেন জেসন রয় (১)। দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন অ্যালেক্স হেলস এবং জো রুট। ২৭তম ওভারে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস (৯৫)। তৃতীয় উইকেট জুটিতে জয় নিশ্চিত করেন জো রুট এবং ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। ১৩৩ রানে রুট এবং ৭৫ রানে মরগান অপরাজিত থাকেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031