এক রশিতে ঝুলন্ত অবস্থায় শিশু সন্তানসহ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশদিনাজপুরের বোচাগঞ্জে । উপজেলার রনগাঁও ইউনিয়নের পার্বতীপুর গসাই গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—পার্বতীপুর গসাই গ্রামের সনাতন রায়ের স্ত্রী জ্যোতিকা রানী (২২) ও তার মেয়ে অষ্টমী রানী (২)।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রী মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে ২ বছরের শিশু কন্যাকে নিয়ে এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে জোতিকা রানী। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |