বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সখি খাতুন (১৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে রাজশাহীতে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরীর রাজপাড়া থানার বালিয়া শান্তির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর বাড়ি নগরীর শিরোইল এলাকায়। তার বাবার নাম ইসহাক আলী। দুর্ঘটনায় রাজ (২২) নামে মোটরসাইলের চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার ঠিকানা জানা যায়নি। মারা যাওয়া মেয়েটি তার বান্ধবী বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিকেলে ছেলেটির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যায় মেয়েটি। শহরে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সখি গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
ওসি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাই তার পরিচয় জানা যায়নি। ওই তরুণীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।