পিকআপচাপায় একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন ময়মনসিংহে। নিহত রাশেদুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার নাতিলারচর গ্রামের মৃত শামছুজ্জামানের পুত্র।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ- ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলাস্থ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ পিকআপটি জব্দ এবং চালক তারেক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানায়, রাশেদুল মোটরসাইকেল যোগে ভালুকা আসার পথে পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।